close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আজ বিকেলে টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিশ্বজুড়ে সামাজিক উদ্ভাবনের পথিকৃৎ ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে টোকিও’র সোকা বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক ভাষণ দেবেন। সেখানেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে দেবে মর্যাদাপূর্ণ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। বিস..

বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ: সোকা বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচনের রূপকার হিসেবে পরিচিত বাংলাদেশের গর্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে জাপানের রাজধানী টোকিও’র অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সোকা বিশ্ববিদ্যালয়ে সম্মানিত অতিথি হিসেবে ভাষণ দিতে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর সামাজিক উদ্ভাবন, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও মানবিক উন্নয়নমূলক কাজের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করা হবে। সারা বিশ্বের শিক্ষানুরাগী, নীতিনির্ধারক এবং উন্নয়ন গবেষকদের জন্য এটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

এই ভাষণে ড. ইউনূস তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা, দারিদ্র্য নির্মূলের দীর্ঘ যাত্রা, এবং গ্রামীণ ব্যাংকের সামাজিক প্রভাব নিয়ে আলোকপাত করবেন বলে জানা গেছে। জাপানের বিভিন্ন স্তরের বিশিষ্টজন, শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শুনতে।

সম্মান ও স্বীকৃতির আরও এক অধ্যায়

সোকা বিশ্ববিদ্যালয়ের মত একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করা অধ্যাপক ইউনূসের দীর্ঘ ও গৌরবময় পথচলার আরেকটি বড় স্বীকৃতি। এর আগে তিনি বিশ্বের বহু বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পুরস্কার এবং ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, তবে সোকা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ তাঁকে নতুন প্রজন্মের কাছে আরও বেশি গ্রহণযোগ্য ও অনুকরণীয় করে তুলবে।

জাপান সফরের শেষ লগ্নে দেশে ফেরার প্রস্তুতি

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৭ মে টোকিও পৌঁছান ড. ইউনূস। এই সফরে তিনি জাপানের সরকারি প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন।

সফরের শেষদিনে সোকা বিশ্ববিদ্যালয়ের এই সম্মাননা প্রাপ্তি তাঁর জাপান ভ্রমণকে এক স্মরণীয় অধ্যায়ে পরিণত করেছে।

সফর শেষে আগামীকাল সকালে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন এবং একইদিন গভীর রাতে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।



অধ্যাপক মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের প্রথম নাগরিক। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তাঁর আন্তর্জাতিক কর্মকাণ্ড বারবারই বাংলাদেশকে সম্মানের আসনে নিয়ে গেছে।

Inga kommentarer hittades


News Card Generator