close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আজ ৩০মে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী।..

ফাহিম ইসলাম  avatar   
ফাহিম ইসলাম
থানা প্রতিনিধি:
সামিউল আলিম (ফাহিম)

 

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ (৩০ মে) পালিত হচ্ছে। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।

বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করছে। খুলনায় বিএনপির কার্যালয় সহ সকল জায়গায় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, করেছে ফাতেহা পাঠ দোয়া মাহফিল এবং খাদ্য-বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।

প্রসঙ্গত, জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের অধিনায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদানকারী। তার শিল্প, অর্থনীতি, কৃষি ও নারীর উন্নয়নে নেওয়া পদক্ষেপ আজও স্মরণীয়। হত্যাকাণ্ডের পর তার লাশ রাউজানে গোপনে কবর দেওয়া হলেও তিন দিন পর উদ্ধার করে ঢাকায় এনে শেরেবাংলা নগরে সমাহিত করা হয়।

Không có bình luận nào được tìm thấy