আজ ৩০মে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী।..

ফাহিম ইসলাম  avatar   
ফাহিম ইসলাম
থানা প্রতিনিধি:
সামিউল আলিম (ফাহিম)

 

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ (৩০ মে) পালিত হচ্ছে। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।

বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করছে। খুলনায় বিএনপির কার্যালয় সহ সকল জায়গায় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, করেছে ফাতেহা পাঠ দোয়া মাহফিল এবং খাদ্য-বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।

প্রসঙ্গত, জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের অধিনায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদানকারী। তার শিল্প, অর্থনীতি, কৃষি ও নারীর উন্নয়নে নেওয়া পদক্ষেপ আজও স্মরণীয়। হত্যাকাণ্ডের পর তার লাশ রাউজানে গোপনে কবর দেওয়া হলেও তিন দিন পর উদ্ধার করে ঢাকায় এনে শেরেবাংলা নগরে সমাহিত করা হয়।

לא נמצאו הערות