আই নিউজ বিডির সিটি রিপোর্টারদের বেসিক ওরিয়েন্টেশন সম্পন্ন..

Mahamud Mithu avatar   
Mahamud Mithu
ঢাকা মহানগর রিপোর্টারদের জন্য আই নিউজ বিডির বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।..

আই নিউজ বিডির ঢাকা মহানগর রিপোর্টারদের জন্য বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১২ জুলাই সকালে রাজধানীর আই নিউজ বিডি কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই নিউজ বিডির নির্বাহী আবদুল্লাহ আল মামুন এবং প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক, আই নিউজ বিডির সম্পাদক জনাব ফয়েজউল্লাহ সাইদ। 

উক্ত ওরিয়েন্টেশনে ঢাকা মহানগরের সকল সংবাদ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকতার নীতি মেনে কিভাবে পেশাদার দায়িত্ব পালন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়াও কিভাবে গভীর থেকে সংবাদ কাভারেজ করা যায় এবং সাংবাদিকদের নৈতিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে চা ও কফি পরিবেশন করা হয়। দ্বিতীয় পর্যায়ে আই নিউজ বিডির টেকনিক্যাল দিক তুলে ধরেন নির্বাহী সম্পাদক আবদুল্লাহ আল মামুন। সাংবাদিকদের কাজের জন্য প্রয়োজনীয় কার্ড, বুম, স্টিকারসহ অন্যান্য সরঞ্জাম বিনামূল্যে বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের শেষে বিভিন্ন অংশগ্রহণকারীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং আই নিউজ বিডিকে আরো সামনের সারিতে নিয়ে যেতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষ পর্যায়ে সকলের জন্য খাবার পরিবেশন করা হয় এবং ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 

এই ধরনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানগুলি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে এবং তাদেরকে নীতি ও নৈতিকতার প্রতি আরো দায়িত্বশীল করে তোলে।

Keine Kommentare gefunden


News Card Generator