close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা : মেজর হাফিজ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
At a discussion in Khulna, BNP Standing Committee member Maj. (Retd.) Hafiz Uddin Ahmed said the upcoming election will be a do-or-die test for BNP, where integrity and public trust will be the ultima..

খুলনায় আয়োজিত আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আসন্ন নির্বাচন হবে বিএনপির জন্য অগ্নিপরীক্ষা, যেখানে সততা ও জনগণের আস্থা অর্জনই হবে মূল চ্যালেঞ্জ।

খুলনা, ৯ আগস্ট – বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আসন্ন জাতীয় নির্বাচনকে দলের জন্য ‘অগ্নিপরীক্ষা’ আখ্যা দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জনগণ হয়তো বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, কিন্তু যদি আওয়ামী লীগের মতো আচরণ করা হয়, তবে ক্ষমতায় টিকতে ১৫ বছর তো দূরের কথা, ১৫ দিনও সম্ভব হবে না।

শনিবার সকাল ১১টায় খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি দেশের ভবিষ্যৎকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, বাঙালি জাতি মুক্তিযুদ্ধে বীরত্বের প্রমাণ দিয়েছে। কিন্তু স্বাধীনতার পর ইতিহাস বিকৃত করা হয়েছে। আওয়ামী লীগ কখনোই বিশ্বাস করেনি বাংলাদেশ স্বাধীন হবে। ২৫ মার্চের ভয়াবহ গণহত্যায় পাকিস্তানি সেনারা এই জাতিকে শেষ করে দিতে চেয়েছিল। সে সময় চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে একত্রিত করেছিলেন। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে স্বাধীনতা এনেছেন, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা পরে অবহেলিত থেকে গেছেন।

নির্বাচন ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ড. ইউনূস অভিজ্ঞ হলেও তার উপদেষ্টা পরিষদের অনেকের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নেই। কেউ কেউ ক্ষমতার আসন ছাড়তে চান না, আবার কেউ দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার পরিকল্পনা করেন। স্বাধীনতা বিরোধীদেরও বিভিন্ন স্থানে প্রভাবশালী পদে বসানো হয়েছে, যারা পিআর সিস্টেমে ভোট চায়।

তিনি অভিযোগ করেন, এসব গোষ্ঠী কল্পকাহিনি ও বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তারা ‘জুলাই সনদ’ নিয়ে অযথা বিতর্ক তুলছে, অথচ মুক্তিযুদ্ধ চলাকালে তারাই পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করেনি।

শেখ হাসিনার সমালোচনা করে মেজর হাফিজ বলেন, তিনি নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেনি বরং একদলীয় শাসন কায়েম করেছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি শেখ আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা প্রমুখ।

لم يتم العثور على تعليقات