close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আগামী দুই মাসে নতুন রাজনৈতিক দল ঘোষণা: নাসীরুদ্দীন পাটওয়ারীর স্বপ্ন আগ্রাসনমুক্ত বাংলাদেশ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দিয়েছেন, আগামী এক-দুই মাসের মধ্যেই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। দেশের ভবিষ্যৎকে দক্ষি
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দিয়েছেন, আগামী এক-দুই মাসের মধ্যেই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। দেশের ভবিষ্যৎকে দক্ষিণ এশিয়ার স্বপ্নভূমি এবং বিশ্বমঞ্চে সুন্দরভাবে উপস্থাপন করার লক্ষ্যে তারা কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। গতকাল বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এই কথা বলেন। তিনি আরও বলেন, "আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করিনি। কিন্তু আমাদের লক্ষ্য সুস্পষ্ট। ২৪-এর গণঅভ্যুত্থানে যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছে এবং দেশকে নতুনভাবে সাজাতে চায়, তারাই এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে।" নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি ও টেন্ডারবাজি থেকে মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, "আমরা এমন একটি দল গঠন করতে চাই, যারা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের স্বার্থে কাজ করবে। দেশের জনগণকে আমরা একটি নতুন দিগন্তের স্বপ্ন দেখাতে চাই।" তিনি জোর দিয়ে বলেন, "২০২৪ সালের গণআদালতের বিচারের আগে যদি কোনো নির্বাচন হয়, তবে তা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি হবে। ৯০-এর গণআন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের শিক্ষা নিয়ে আমরা বুঝতে পেরেছি যে, হত্যাকাণ্ডের বিচার ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া সম্ভব নয়।" নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, "বাংলাদেশের জনগণ কোনোভাবেই আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের বিচার ছাড়া নির্বাচন মেনে নেবে না। একাত্তর এবং ৯০-এর রক্তাক্ত ইতিহাস আমাদের সতর্ক করেছে। ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচারই হবে আমাদের প্রাথমিক লক্ষ্য।" দিল্লির আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন, "আমরা বিজয়ের দিনে বাংলাদেশের তরুণদের প্রতি আহ্বান জানাই— তারা যেন দেশকে দিল্লির আগ্রাসন এবং আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত রাখে। যতদিন বাংলাদেশের ভৌগোলিক সীমানা ও সার্বভৌমত্ব থাকবে, ততদিন এ লড়াই চলবে।" তিনি আরও বলেন, "২০২৪ সালের বিজয় উদযাপন হবে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদমুক্ত একটি নতুন দিনের বিজয়। আমাদের লক্ষ্যে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে।" এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য কর্মসূচি প্রণয়নের কথাও তিনি উল্লেখ করেন। দলটির লক্ষ্য হবে নতুন নেতৃত্ব তৈরি করে দেশকে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়া। সংক্ষেপে: নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী দুই মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে তিনি দেশকে বিশ্বমঞ্চে সুন্দরভাবে উপস্থাপনের কথা বলেন। একইসঙ্গে দিল্লির আগ্রাসনমুক্ত ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তরুণ প্রজন্মের মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
Nenhum comentário encontrado


News Card Generator