close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আফগান আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারির মৃত্যু

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
দীর্ঘদিন রোগভোগের পর না ফেরার দেশে পাড়ি জমালেন আফগানিস্তানের অভিজ্ঞ আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড..

৪১ বছর বয়সী শিনওয়ারি ছিলেন আফগান ক্রিকেটের পরিচিত মুখ। আন্তর্জাতিক পর্যায়ে ৩৪টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। শুধু আন্তর্জাতিক মঞ্চেই নয়, ঘরোয়া ক্রিকেটেও ছিলেন সমান গুরুত্বপূর্ণ। আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন ৩১টি প্রথম-শ্রেণির, ৫১টি লিস্ট ‘এ’ এবং ৯৬টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ।

শোকবার্তায় এসিবি বলেছে,

“বিসমিল্লাহ জান আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

আফগান ক্রিকেটের উন্নয়নে আম্পায়ারিংয়ের মাধ্যমে যে অবদান তিনি রেখে গেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

No comments found