আদিবাসী শিক্ষার্থীদের আবেদনে সাড়া - ৪ দিনের পরীক্ষা বাতিল!..

Hafijur Rahman avatar   
Hafijur Rahman
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীদের প্রধান সামাজিক উৎসব (বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু ইত্যাদি) উদযাপনের জন্য ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছে। আদিবাসী শিক্ষার..

আদিবাসী শিক্ষার্থীদের প্রধান সামাজিক উৎসব উদযাপনের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিবাসী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনে মিডটার্মসহ চলমান সকল পরীক্ষা চার দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়গুলো চৈত্রসংক্রান্তি ও নতুন বছরকে স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্যে উদযাপন করে থাকে। ম্রো সম্প্রদায় এ উৎসবকে ‘চাংক্রান’, চাকমারা ‘বিজু’, মারমারা ‘সাংগ্রাই’, ত্রিপুরারা ‘বৈসু’, তঞ্চঙ্গ্যারা ‘বিষু’, অহমিয়ারা ‘বিহু’, খুমিরা ‘সাংক্রাই’ এবং রাখাইনরা ‘থাংগ্রেন’ নামে পালন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এই উৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

לא נמצאו הערות