মাগুরা আদালত চত্ত্বর থেকে পারিবারিক একটা মামলার হাজিরা দিয়ে কোর্ট থেকে ফেরার সময় শালিখা সাংবাদিক ইউনিট এর সভাপতি নিউজ 21 বাংলা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার শালিখা উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান এর উপর কতিপয় দুষ্কৃতকারী রোকনুজ্জামান ও তার সঙ্গীয় ৫-৬জনা হামলা চালায়।এসময় তারা পূর্ব পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা লোহার রড,হাতুড়ি ও চাইনিজ কুড়াল দিয়ে হত্যা চেষ্টা করে। প্রতিমধ্যে আহত হয়ে সাংবাদিক পড়ে থাকলে তার আত্মীয়স্বজনরা খবর পেয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।পরবর্তীতে নিরাপত্তা হুমকির কারণে প্রাথমিক চিকিৎসা নিয়ে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এ বিষয়ে আহত সাংবাদিক আই নিউজ বিডিকে জানান, আমার পারবারিক জমিজমা সংক্রান্ত মামলায় কোর্টে পূর্ব নির্ধারিত মামলায় হাজিরা দিতে আসলে দুষ্কৃতকারী রোকনুজ্জামান কয়েকজনকে দেখিয়ে আমার উপর কোর্ট চত্বর থেকে হামলার নির্দেশ দেয় এবং আমার উপর হামলা চালায়। আমি একটু সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে গিয়ে মাগুরা সেনাক্যাম্পে অভিযোগ দায়ের করি কিন্তু আসামীরা এখনো কেহ আটক কিংবা গ্রেফতার হয়নি।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
কোন মন্তব্য পাওয়া যায়নি