close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আবু সাঈদের ছবি বিকৃতি করে ব্যঙ্গ, অভিযুক্ত যুবক আটক- কেন্দুয়ায় ‘জুলাই যুদ্ধা’ কর্মীদের বিক্ষোভ মিছিল....

Md Humayun avatar   
Md Humayun
নেত্রকোনার কেন্দুয়ায় শহীদ আবু সাঈদের একটি স্পর্শকাতর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় মোঃ সুমন আহম্মেদ নামে একজনকে শুক্রবার সন্ধ্যার আগে আটক করেছে পুলিশ।....

অভিযুক্ত সুমন আহম্মেদ কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

 

জানা গেছে, নিহত আবু সাঈদের একটি ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল মন্তব্য ক্যাপশন লিখে পোস্ট করেন সুমন। ছবির পোস্টে বিভিন্ন ইমোজি যুক্ত করে ব্যঙ্গ করে উপস্থাপন করেন তিনি। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনায় জুলাই যুদ্ধা ও এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে কেন্দুয়া থানা পুলিশের একটি দল অভিযুক্তকে সনাক্ত করে আটক করে।

ঘটনার প্রতিবাদে শনিবার রাতে কেন্দুয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে ‘জুলাই যুদ্ধা’ কর্মীরা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে অংশ নেয় তরুণ-যুবক, যারা শহীদ আবু সাঈদের স্মৃতিকে অসম্মান করার ঘটনায় দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, আবু সাঈদ আমাদের গর্ব, আমাদের আন্দোলনের প্রতীক। তার মতো একজন শহীদের ছবি নিয়ে এমন নোংরা ব্যঙ্গ দেশের স্বাধীনতা ও মর্যাদার উপর সরাসরি আঘাত। আমরা এর বিচার চাই।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আমরা অভিযুক্তকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ingen kommentarer fundet