close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
স্বতন্ত্র বিশবdববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সাত দাবিতে দ্বিতীয়তিয়ের মতো ঢাকার গরসরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ করেছে। শুক্রব
স্বতন্ত্র বিশবdববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সাত দাবিতে দ্বিতীয়তিয়ের মতো ঢাকার গরসরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ করেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করেছে। শিক্ষার্থীদের নেতা নায়েক নূর মোহাম্মদ গণমাধ্যমেদিয়ে বলেন, "আজকে আমরা তিতুমীরের গেটে থাকব। রাস্তা কিছুক্ষণের মধ্যে খুলে দিয়ে হবে।" এর আগের দিন পূর্ব বৃহস্পত শিক্ষার্থীরা ছুটির দিন হওয়ায় কারণে না পড়ায়ার কারণে এর আন্দোলন তবে শহরে। তাদের দুপুর জুমার নামাজের পর তারা সতীর্থরা মিছিল নিয়ে মহাখালীর আমতলী ঘুরে এসে সড়ক অবরোধ করে। মহাখালী-গুলশান সড়কের স্থিতি রাখা গুলশান ট্রাফিক বিভাগ তাদের নিজে জানানো গিয়েছে, রাস্তা বন্ধ রাখা হওয়ায়াটি হোয়ে অন্য বাধ্যন নিয়েছে ।
Inga kommentarer hittades


News Card Generator