close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আ.লীগের লোকদের সঙ্গে কেউ চলাফেরা করবেন না : মেজর হাফিজ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Major (Retd.) Hafizuddin Ahmed Bir Bikram urged BNP supporters to avoid contact with Awami League members. Speaking at a party conference in Bhola's Tajumuddin, he emphasized loyalty and promised..

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কেউ চলাফেরা করবেন না। ভোলার তজুমদ্দিনে বিএনপির সম্মেলনে তিনি এই আহ্বান জানান এবং দলের প্রতি অনুগত কর্মীদের মূল্যায়নের প্রতিশ্রুতি দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আওয়ামী লীগের লোকদের সঙ্গে কেউ চলাফেরা করবেন না। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকুন, কর্মীদের ভালোবাসুন এবং বুকে আগলে রাখুন।”

রবিবার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মেজর হাফিজ।

তিনি বলেন, “আজ বাংলাদেশে এমন একটি বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে রাজনীতি, প্রশাসন ও নৈতিকতা সবকিছু বিপর্যস্ত। যারা এ দেশকে দেখেনি, দেশের গ্রামাঞ্চল বা সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কোনো ধারণা নেই, তারাই এখন একের পর এক সংস্কারের কথা বলছে।”

নতুন প্রজন্মের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে হাফিজ বলেন, “ছাত্রদের একটি নতুন দল গঠিত হয়েছে—এনসিপি। তারা আমাদের ছেলে-নাতিদের বয়সী। আমরা চাই তারা রাজনীতির মাঠে থাকুক, রাজনীতি শিখুক এবং নিজেদের দলকে শক্তিশালী করুক। তাদের প্রতি আমাদের শুভকামনা রইল।”

ভোলার দুর্গম চর অঞ্চলের মানুষের কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, “তজুমদ্দিনের চরাঞ্চলে মানুষের জীবন অনেক কঠিন। যদি তাদের ওপর কোনো অন্যায় বা জুলুম হয়, তাহলে দলীয়ভাবে তা প্রতিরোধ করা হবে। বিএনপি কখনোই সাধারণ মানুষের কষ্টকে অবহেলা করে না।”

দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকা নেতাকর্মীদের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেজর হাফিজ বলেন, “যারা ১৬-১৭ বছর ধরে রাজপথে থেকে দলকে ধরে রেখেছে, তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। ত্যাগের মর্যাদা দল কখনো বিস্মৃত হবে না।”

সম্মেলনে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা মিন্টু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আ ক ন কুদ্দুসুর রহমান, যিনি বরিশাল বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। আরও বক্তব্য দেন আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, আলহাজ গোলাম নবী আলমগীর, আলহাজ রাইসুল আলম, শফিকুর রহমান কিরন, আলহাজ জাকির হোসেন হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি ও ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক করে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়।

বৈরী আবহাওয়া সত্ত্বেও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে হাজারো নেতাকর্মী মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন, যা তজুমদ্দিনে বিরোধী রাজনীতির শক্তি ও একতা প্রমাণ করে দেয়।

コメントがありません