নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় ৭২ বোতল ফেন্সিডিলসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন ওরফে সুজন (৩০)। তিনি নোয়াখালীর সেনবাগ থানার ছাতারপাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোঠের বাড়ির বাসিন্দা। তার পিতার নাম আব্দুল হাই এবং মাতার নাম জহুরা খাতুন।
৬ এপ্রিল শনিবার রাত ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডে সোনালী ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক কেনাবেচার মুহূর্তে জসিম উদ্দিনকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডে হাজী শরীফের বাড়ির দক্ষিণ পাশে একটি সেমিপাকা টিনসেট দোকানে অভিযান চালিয়ে আরও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। সবমিলিয়ে জব্দ করা হয় ৭২ বোতল ফেন্সিডিল।
ডিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন স্বীকার করেছে যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এটি তার মূল পেশা।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।