সম্প্রতি প্রকাশিত জরিপে দেখা গেছে, দেশের ৭০ শতাংশ মানুষ আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস করে। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে মিশ্র অনুভূতি রয়েছে জনগণের মধ্যে।
সম্প্রতি এক জাতীয় জরিপে দেশের ৭০ শতাংশ মানুষ আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন। ১৫ শতাংশের মতে নির্বাচন সুষ্ঠু হবে না। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ডিআইজিডি পালস সার্ভে’ গবেষণা পেপার উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ভয়েস ফর রিফর্ম।
জরিপ অনুযায়ী, দেশের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে মানুষের আশাবাদ গত বছরের আগস্টে ৭১ শতাংশ থেকে কমে এই বছর জুলাইতে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। অর্থনীতির গতিপ্রতি নিয়ে মিশ্র অনুভূতি থাকলেও গত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে কিছুটা স্বস্তি অনুভব করছেন জনগণ।
৫৫ শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত নির্দিষ্ট সময়সীমা ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন চান। ২৫ শতাংশ মানুষ নির্বাচন চান ডিসেম্বর ২০২৬ অথবা তার পরের সময়ে। জরিপ বিশ্লেষণে দেখা গেছে, ৮০ শতাংশ মানুষ মোবাইল সহিংসতা নিয়ে উৎকণ্ঠিত।
নারীদের নিরাপত্তা, রাতে চলাচলের নিরাপত্তা এবং পোশাকের কারণে হয়রানির বিষয়ে যথাক্রমে ৫৬%, ৬১% ও ৬৭% মানুষ উদ্বিগ্ন। ৩৬ শতাংশ মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত তরুণ নেতৃত্বাধীন রাজনৈতিক দল দেশের রাজনীতিতে টিকবে না, তবে ৩৮ শতাংশ এ বিষয়ে আশাবাদী। বাকি ২৬ শতাংশ মন্তব্য করেননি।
এই জরিপে দেশের ৬৪ জেলার ৫৪৮৯ জন পুরুষ ও নারী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৪৭ শতাংশ নারী ও ৫৩ শতাংশ পুরুষ, বয়সসীমা ছিল ১৮ থেকে ৫০+ বছর।