রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব এক সপ্তাহব্যাপী সফরে পাকিস্তান যাচ্ছেন। তিনি আগামী রোববার (১৫ জুন) ঢাকা ত্যাগ করবেন এবং শনিবার (২১ জুন) দেশে ফিরবেন।
আজ বৃহস্পতিবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক, অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার।
সফরকালীন সময়ে তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহযোগী সংস্থা COMSTECH আয়োজিত 'Special Rectors Meeting for Bangladesh' শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
এছাড়া তিনি লাহোর, ইসলামাবাদ ও মারি শহরের কয়েকটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন ও সেসব প্রতিষ্ঠানের সাথে অ্যাকাডেমিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ছাড়াও ‘How to Improve University Rankings’ ও ‘Creating Innovation Ecosystem in Institutions of Higher Learning’ শীর্ষক দু’টি প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, রাবি উপাচার্য ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সংস্থার (COMSTEC) আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন।