close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১০ জেলায় ১ নম্বর সতর্কতা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Stormy winds up to 60 km/h may sweep across 10 districts in Bangladesh today. Authorities have issued cautionary signal number 1 for river ports.

আজ দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।

আজ শুক্রবার দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি বা দমকা বৃষ্টি হতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে ঝড়ো হাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বিশেষ করে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় নদীপথে চলাচলরত নৌযান ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নদী ও উপকূলীয় অঞ্চলে অবস্থান করা ট্রলার ও নৌযানকে অপ্রয়োজনে চলাচল না করার অনুরোধ জানানো হয়েছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে যাতে দুর্ঘটনার ঝুঁকি এড়ানো যায়।

এদিকে রাজধানী ঢাকাতেও আজ দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে কয়েকদিনের টানা ভ্যাপসা গরমের পর খানিকটা স্বস্তি মিলতে পারে নগরবাসীর। তবে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও অনুভূত হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় নিম্নচাপ সৃষ্টি না হলেও আর্দ্র বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। বর্ষাকালীন স্বাভাবিক কার্যক্রম হিসেবেই এই ঝড়ো অবস্থা সৃষ্টি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জুলাই-আগস্ট মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে এমন দমকা হাওয়ার প্রবণতা থাকে এবং এটি কৃষিকাজ, নদীপথ ও নৌ চলাচলে প্রভাব ফেলতে পারে। তাই এ সময় যেকোনো যাত্রার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Ingen kommentarer fundet