close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
৫৩ বছরে ক্ষমতাসীন কোনো দলই দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি: মুফতি ফয়জুল করিম


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, এক শক্তিশালী বক্তব্যে বলেছেন, "গত ৫৩ বছর ধরে যারা বাংলাদেশ শাসন করেছে, তারা কেউই দেশকে চোর ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র উপহার দিতে পারেনি।" তিনি এই মন্তব্য করেন শুক্রবার বিকালে ভোলার লালমোহন উপজেলার ফরাজী বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কালমা ইউনিয়ন শাখার আয়োজনে এক গণসমাবেশে।
গণসমাবেশে মুফতি ফয়জুল করিম আরও বলেন, "বাংলাদেশের জনগণ বারবার দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু পরে আন্দোলন করে তাদের সরিয়ে দিয়েছে।" তিনি অভিযোগ করেন, বিএনপির শাসনামলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এবং বর্তমান আওয়ামী লীগ সরকারেও দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তিনি এই পরিস্থিতিকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, "৫ আগস্টের আগে যে দুর্নীতি ছিল, ৫ আগস্টের পরও একই দুর্নীতি ও চাঁদাবাজি বিদ্যমান রয়েছে। শুধুমাত্র যারা ক্ষমতায় আছেন, তাদের পরিবর্তন হয়েছে, কিন্তু সমস্যা একই রয়ে গেছে।"
মুফতি ফয়জুল করিম দেশবাসীকে প্রশ্ন করেন, "আর কত দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবেন? আর কতবার আন্দোলন করে তাদের সরাবেন?" তিনি ইসলামকে ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়ে বলেন, "এবার আল্লাহর জমিনে আল্লাহর আইন, কুরআন ও হাদিসের আইন বাস্তবায়ন করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো পথ থেকে দুর্নীতি বন্ধ হবে না।"
তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা ধর্ষণ ও মদের পক্ষে কথা বলে, তাদের ঈমান থাকবে না।" তিনি আরও বলেন, "ইসলামের নামে যারা ধর্মীয় পোশাকের স্বাধীনতা দেয়, নামাজকে ধ্বংস করে দেয় এবং ইসলামের নীতির বিপরীতে চলতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।"
মুফতি ফয়জুল করিম একতাবদ্ধ ইসলামি আন্দোলনের মাধ্যমে এক নতুন বাংলাদেশের প্রতিষ্ঠার সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, "যদি সবাই ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তবে একদিন এমন একটি বাংলাদেশ গড়া সম্ভব হবে, যেখানে বৈষম্য, জুলুম, অত্যাচার এবং অবিচার থাকবে না। প্রতিটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে।"
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালমা ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ লোকমানের সঞ্চালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ আলাউদ্দিন তালুকদার, চট্টগ্রাম মহানগরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহা. মোসলেহ উদ্দিন, লালমোহন উপজেলার সভাপতি মাওলানা মুহা. রাশেদুল ইসলাম, সহসভাপতি মাওলানা মুহা. জামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলন লালমোহন উপজেলা সভাপতি মাওলানা মুহা. মূসা কালিমুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন লালমোহন উপজেলা সেক্রেটারি মাওলানা মুহা. কবির হোসেন, এবং ইসলামী ছাত্র আন্দোলন লালমোহন উপজেলা সভাপতি মুহাম্মদ রাজিব হোসেন।
এই গণসমাবেশে উপস্থিত জনগণের মধ্যে ইসলামী আইন বাস্তবায়নের প্রতি এক নতুন চেতনা এবং দুর্নীতি-শূন্য সমাজ প্রতিষ্ঠার জন্য শক্তিশালী দাবি উঠে এসেছে।
No comments found