close

লাইক দিন পয়েন্ট জিতুন!

৫০ লক্ষ টাকার বিনিময়ে সিলেক্টেড কাউন্সিলর নিয়োগ- সাংবাদিক ইলিয়াস হোসাইন। ..

(এস.এম আল আমিন হোসেন) স্টাফ রিপোর্টার ঢাকা  avatar   
৫০ লক্ষ টাকার বিনিময়ে সিলেক্টেড কাউন্সিলর- সাংবাদিক ইলিয়াস হোসাইন।

অনলাইন অ্যাক্টিভিস্ট ক্রাইম  সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান। 

আসিফ নজরুলের চালা আসিফ মাহমুদের শতকোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে! 

একটি বাসায় বসে ঢাকা উত্তরের ১২৯ টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচ এস এর ৩১ নং রোডের ৪৬৯ নং বাসার ৩য় তলায় চলছে রমরমা এই বানিজ্য । সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেন গুলো বৈষম্য বিরোধীর আবু সাঈদ লিওন যে আসিফ মাহমুদের কাশিয়ার। নাগিরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুতফর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধ’র্ষণের অভিযোগে গ্রে’প্তার হয়েছিল। ধ’র্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিল।

১৫ মার্চ দুপুর ১১টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়, নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর দুইটার সময় 

ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুতফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন।

এভাবেই চলছে সংস্কার।

ওয়ার্ড কাউন্সিলর প্রতি ৫০ লাখ।

没有找到评论


News Card Generator