close

লাইক দিন পয়েন্ট জিতুন!

৫ ঘণ্টার মহাকাব্য নিয়ে আসছে ‘বাহুবলী থ্রি’

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হলো এস. এস. রাজামৌলীর বহুল আলোচিত নতুন ছবি ‘বাহুবলী: দ্য এপিক’–এর অফিসিয়াল ঝলক। মঙ্গলবার প্রকাশিত টিজারে দেখা গেছে মাহিষ্মতী রাজ্যের রাজকীয়তা, ভিজ্যুয়াল মহিমা এবং প..

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, আর ২০১৭ সালে আসে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এবার প্রায় এক দশক পর মুক্তির পথে ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়। যদিও ‘বাহুবলী: দ্য এপিক’ সম্পূর্ণ নতুনভাবে নির্মিত, তবুও এর কাহিনি আগের দুই ছবির সঙ্গে গভীরভাবে সংযুক্ত।

সবচেয়ে আলোচিত বিষয় হলো সিনেমাটির দৈর্ঘ্য। নির্মাতারা জানিয়েছেন, এই চলচ্চিত্র চলবে টানা ৫ ঘণ্টা ২৭ মিনিট। এটি কোনো বাড়তি এক্সটেন্ডেড কাট নয়, বরং একটি পূর্ণাঙ্গ, অবিচ্ছিন্ন মহাকাব্যিক কাহিনি। যেখানে সাধারণত সিনেমার সময়সীমা ২–৩ ঘণ্টার মধ্যে থাকে, সেখানে রাজামৌলীর এই উদ্যোগকে ভারতীয় সিনেমায় এক নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

প্রথম দুই কিস্তির ব্যবসায়িক সাফল্য ভক্তদের প্রত্যাশা আরও উঁচুতে নিয়ে গেছে। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ আয় করেছিল প্রায় ৬৫০ কোটি টাকা, আর ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ১,৭৮৮ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছিল। তাই তৃতীয় কিস্তিকে ঘিরে বাণিজ্যিক প্রত্যাশাও আকাশচুম্বী।

শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’।

Tidak ada komentar yang ditemukan