ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মোহাম্মদ বাচ্চু মিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর জনগণের প্রতিনিধি হিসেবে ফিরেছেন বাচ্চু মিয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ বাচ্চু মিয়া দীর্ঘ তিন বছর সাত মাসের আইনি সংগ্রামের পর অবশেষে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। সোমবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিনের কাছে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন তিনি।
বাচ্চু মিয়া ২০২১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ তৈয়ব হোসেন। নির্বাচনের ফলাফল ঘোষণায় তৈয়ব হোসেন বিজয়ী ঘোষণা পান। তবে অভিযোগ রয়েছে, তৈয়ব হোসেন তখন একজন ফেরারি আসামি ছিলেন, যা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য।
এই নিয়ম লঙ্ঘন এবং মনোনয়ন বৈধ ঘোষণার বিষয়টি নিয়ে বাচ্চু মিয়া নির্বাচন কমিশন ও আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত বাচ্চু মিয়ার পক্ষে রায় প্রদান করে। সেই রায়ের ভিত্তিতে উপজেলা প্রশাসন শপথ অনুষ্ঠান আয়োজন করে।
শপথ গ্রহণের পর বাচ্চু মিয়া বলেন, আমি সবসময় ন্যায়বিচারে বিশ্বাসী ছিলাম। আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট। দীর্ঘ অপেক্ষার পর জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন জানান, আদালতের নির্দেশনা মোতাবেক শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং প্রশাসন যথাযথ পদক্ষেপ নিয়েছে।
স্থানীয় বালিখোলা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, বাচ্চু মিয়া আগেও দুইবার মেম্বার ছিলেন। তিনবার নির্বাচিত হওয়ায় গ্রামবাসী তার প্রতি গভীর আস্থা রাখে। আদালতের রায়ে আমরা খুশি।
বাচ্চু মিয়া তার দীর্ঘ প্রতীক্ষিত জয়কে গ্রামবাসীর বিশ্বাসের ফল হিসেবে দেখেন। তিনি বলেন, আমার লক্ষ্য থাকবে এলাকার সার্বিক উন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন খাতে কাজ করে জনগণের জীবনমান উন্নত করা হবে।
নাসিরনগর এলাকায় এই শপথ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে নতুন আশা জাগিয়েছে, যারা মনে করেন, এখন এলাকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।