close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

২৪তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৫ এর পর্দা নামলো

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
প্রদর্শনীসমূহে ২২৪৫ এর অধিক বুথসহ ৩০টি দেশের প্রায় ১৪৭৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করে। প্রদর্শনীর শেষ ২ দিন তথা ১২ এবং ১৩ সেপ্টেম্বর ছুটির দিন হওয়াতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। ..

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প-সংশ্লিষ্ট মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিকস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস ও নিত্য-নতুন প্রযুক্তি প্রদর্শনের মধ্য দিয়ে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস – সেমস-গ্লোবাল ইউএসএ এর আয়োজনে বিগত ২৩ বছরের ধারাবাহিকতায় ১০-১৩ সেপ্টেম্বর, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায়, চার দিনব্যাপী অনুষ্ঠিত  হলো আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স’ সংশ্লিষ্ট ‘২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫ - সামার এডিশন’ এবং ‘৪৮তম ডাই-কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’। 

প্রদর্শনীসমূহে ২২৪৫ এর অধিক বুথসহ ৩০টি দেশের প্রায় ১৪৭৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করে। প্রদর্শনীর শেষ ২ দিন তথা ১২ এবং ১৩ সেপ্টেম্বর ছুটির দিন হওয়াতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। 

প্রদর্শনীতে চট্টগ্রাম থেকে আগত মো. তালহা আরিফ জানান, 'সেমস-গ্লোবালের প্রদর্শনীসমূহে বরাবরই নতুনত্ব নিয়ে আসে। আমরা যারা পোশাক শিল্পের সঙ্গে যুক্ত তারা অধীর আগ্রহ নিয়ে এই প্রদর্শনীর জন্য অপেক্ষা করি। কারণ, এই প্রদর্শনীতে এক জায়গায় পোশাক শিল্পের নানাবিধ সমাধান পাওয়া যায়।'

আরেক দর্শনার্থী আলী আহমেদ জানান, 'এক প্রদর্শনীতে যখন বাইরের দেশের ক্রেতা বিক্রেতাকে পাওয়া যায়, তখন দেশের বাইরে ভ্রমণের জটিলতা থেকেও আমরা মুক্তি পাই। পাশাপাশি, নতুন প্রযুক্তির সাথে তাল মেলাতে সেমসের এই টেক্সটাইল প্রদর্শনী আমাদের বরাবরই সহযোগিতা করে থাকে।'

আয়োজকসূত্রে জানা যায়, গার্মেন্টস শিল্পের সর্ববৃহৎ এ প্রদর্শনীসমূহের পাশাপাশি ৫টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে, যুগোপযোগী প্রযুক্তি ও জ্ঞানের বিনিময় হয়। যা, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে নতুন মাত্রা যুক্ত করবে বলে আয়োজকদের অভিমত।

অ্যাক্সেন্টেক পিএলসি – আজিয়াটা গ্রুপের সহ-আয়োজনে, ‘ফাইভ জি, ক্লাউড অ্যান্ড বিয়োন্ড: সেইপিং অ্যা সাসটেইনেবল আরএমজি ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনার। টেক্সটাইল টুডে ম্যাগাজিনের সহ-আয়োজনে, ‘উইনিং দ্যা গেইম উইথ ইনোভেশন কম্পিটিটিভনেস’ শীর্ষক সেমিনার। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সহ-আয়োজনে, ‘ইন্টিগ্রেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনটু বাংলাদেশের আরএমজি অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনার।ইকোভিয়া লিমিটেডের সহ-আয়োজনে ‘ফ্রম ওয়েস্ট টু ওয়েলথ: সার্কুলার ইকোনমি সল্যুশনস ফর দ্য টেক্সটাইল ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনার এবং বাংলাদেশে আলিবাবা ডটকমের চ্যানেল পার্টনার স্কাই টেকের সহ-আয়োজনে, ‘হাউ আলিবাবা ডটকম সাপোর্টস এক্সপোর্টারস ইন রিচিং ইন্টারন্যাশনাল মার্কেটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর, বুধবার, প্রদর্শনীসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোখলেস উর রহমান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. শহিদুল ইসলাম, মহাপরিচালক, বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মো. সাইফুল ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; বেবী রানি কর্মকার, মহাপরিচালক-১ (যুগ্ম সচিব), রপ্তানি উন্নয়ন ব্যুরো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মো. মুজিব-উল-ফেরদৌস, মহাপরিচালক (যুগ্ম সচিব), লোকাল ইনভেস্টমেন্ট প্রমোশন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মোঃ শামসুজ্জামান, সিআইপি, সহ-সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং মিজানুর রহমান, সহ-সভাপতি (ফাইন্যান্স), বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator