২৪-এর গ্রাফিতি প্রতিযোগিতায় বিভাগ সেরা 'শ্রীমঙ্গল'

Satyajit Das avatar   
Satyajit Das
The Buds Residential Model School and College, Sreemangal, has won 1st place in the Sylhet divisional graffiti contest “Colors of ’24,” commemorating the July 2024 mass uprising. Held to inspire democ..

সত্যজিৎ দাস:

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত “২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের দি বাডস্‌ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ দলভিত্তিক গ্রাফিতিতে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।

 

২০২৪ সালের জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতা সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দেওয়া এবং গ্রাফিতি ও চিত্রাঙ্কন শিল্পে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো।

গত ২৭ জুলাই সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাধ্যমিক স্তরের (স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) দলীয় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

 

শ্রীমঙ্গলের বাডস্ রেসি. মডেল স্কুল অ্যান্ড কলেজের যেসব শিক্ষার্থীর হাত ধরে এ অর্জন এসেছেঃ- বিষান ভট্টাচার্য (১০ম),শ্রেয়সী পাল (৮ম), বিরূপাক্ষ দেবনাথ (৭ম),অরুন্ধতী দেবী শৈলী (৮ম) ও অংকিতা বণিক দিয়া (৮ম)। সহযোগী ছিলেন দীপায়ন সাহা (৭ম)। তাদের দেয়ালে আঁকা গ্রাফিতি বিভাগীয় পর্যায়ে বিচারকদের মন জয় করে নেয়।

অন্য বিজয়ীরা: দ্বিতীয় স্থানে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থানে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

 

এ প্রসঙ্গে দি বাডস্ রেসি. মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতা দিয়ে শ্রীমঙ্গলকে সম্মান এনে দিয়েছে। এই স্বীকৃতি আমাদের গর্বিত করেছে। তাদের আরও সাফল্যের জন্য শুভকামনা রইল।”

প্রতিযোগিতার ফলাফল ৩ আগস্ট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে প্রকাশ করা হয়।

Nessun commento trovato