সত্যজিৎ দাস:
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত “২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ দলভিত্তিক গ্রাফিতিতে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।
২০২৪ সালের জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতা সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দেওয়া এবং গ্রাফিতি ও চিত্রাঙ্কন শিল্পে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো।
গত ২৭ জুলাই সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাধ্যমিক স্তরের (স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) দলীয় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের বাডস্ রেসি. মডেল স্কুল অ্যান্ড কলেজের যেসব শিক্ষার্থীর হাত ধরে এ অর্জন এসেছেঃ- বিষান ভট্টাচার্য (১০ম),শ্রেয়সী পাল (৮ম), বিরূপাক্ষ দেবনাথ (৭ম),অরুন্ধতী দেবী শৈলী (৮ম) ও অংকিতা বণিক দিয়া (৮ম)। সহযোগী ছিলেন দীপায়ন সাহা (৭ম)। তাদের দেয়ালে আঁকা গ্রাফিতি বিভাগীয় পর্যায়ে বিচারকদের মন জয় করে নেয়।
অন্য বিজয়ীরা: দ্বিতীয় স্থানে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থানে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
এ প্রসঙ্গে দি বাডস্ রেসি. মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতা দিয়ে শ্রীমঙ্গলকে সম্মান এনে দিয়েছে। এই স্বীকৃতি আমাদের গর্বিত করেছে। তাদের আরও সাফল্যের জন্য শুভকামনা রইল।”
প্রতিযোগিতার ফলাফল ৩ আগস্ট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে প্রকাশ করা হয়।