২৩ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল ওয়েস্ট ইন্ডিজ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
West Indies broke a 23-year-old world record for the highest fourth-innings total in a 5-day Test, settling for a dramatic draw after chasing 531.

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে যেন এক রূপকথার জন্ম দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাহাড়সম ৫৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষ পর্যন্ত তারা হাঁটল ‘নিরাপদ ড্র’-এর পথে। জয় না আসায় কিছুটা আফসোস থাকলেও, ড্যারেন স্যামির শিষ্যরা ক্রিকেট ইতিহাসে এক নতুন পাতা উল্টে দিলেন। ২৩ বছর ধরে অক্ষত থাকা এক বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে ক্যারিবীয়রা, যা পাঁচ দিনের টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।

পঞ্চম দিনের শেষ সেশনে যখন উইন্ডিজের প্রয়োজন ছিল ১৩২ রান এবং হাতে ছিল ৪টি উইকেট, তখন উইকেটে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন জাস্টিন গ্রিভস ও কেমার রোচ। সপ্তম উইকেটে এই জুটি যোগ করে ফেলেছিল ১২২ রান। উইকেট তখন টেস্টের দ্বিতীয় দিনের মতো ব্যাটিং-সহায়ক আচরণ করছিল, এবং কিউইদের রিভিউয়ের ভাঁড়ার ছিল শূন্য। এই পরিস্থিতিতে, ক্রিকেট বিশ্বে ৫০০-এর বেশি রান তাড়া করে জয়ের এক ঐতিহাসিক নজির দেখার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্যারিবীয়রা অবিশ্বাস্যভাবে বেছে নেয় ড্রয়ের পথ। শেষ সেশনে তারা মাত্র ৫৮ রান যোগ করে, লক্ষ্য থেকে ৭৪ রান দূরে থাকতে শেষ হয় এই নাটকীয় টেস্ট। উইন্ডিজ মাঠ ছাড়ে এক অবিস্মরণীয় ড্র নিয়ে।

এই ম্যাচের নায়ক ছিলেন জাস্টিন গ্রিভস, যিনি তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন। শেষের আগের ওভারে চার মেরে তিনি ২০০ রানের মাইলফলকে পৌঁছান এবং ২০২ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, কেমার রোচও খেলেন তার ক্যারিয়ারসেরা ইনিংস, প্রথম অর্ধশতক করে তিনি অপরাজিত থাকেন ৫৮ রানে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, উইন্ডিজ এই ইনিংসে শেষ করে ৪৫৭ রানে। এর মধ্য দিয়েই ভেঙে যায় ২০০২ সালের মার্চে নিউজিল্যান্ডের গড়া ৪৫১ রানের রেকর্ড, যা ছিল পাঁচ দিনের টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। যদিও 'টাইমলেস' টেস্টের ৬৫৮ রানের রেকর্ড অক্ষত রইল, কিন্তু আধুনিক ক্রিকেটে যা সম্ভব ছিল, তাই করে দেখাল ওয়েস্ট ইন্ডিজ।

No comments found


News Card Generator