close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

১৫ পুলিশ হত্যার মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস গ্রেপ্তার, কারাগারে!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ১৫ পুলিশ হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রো
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ১৫ পুলিশ হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লতিফ বিশ্বাসকে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আব্দুল লতিফ বিশ্বাস ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং সিরাজগঞ্জ জেলা পরিষদের দুবার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। রোববার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর পুলিশে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর সিরাজগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল-আমীন জানান, লতিফ বিশ্বাসের ভূমিকা, অস্ত্র ও নির্বাচনী বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের সময় থেকে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। তার নির্বাচনী এলাকায় একাধিক হত্যা মামলার আসামি হলেও কোনো মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়নি, যার ফলে তিনি স্বাভাবিকভাবে বসবাস করছিলেন। এছাড়া, গত শনিবার রাতে খাজা ইউনুস আলীর বার্ষিক ওরসে যাওয়ার পথে তার গাড়ি আটকে দেয়া হয়, পরে দরবার শরীফের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে। বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন জানিয়েছেন, লতিফ বিশ্বাসের বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না। তবে, তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্বের ভূমিকা অত্যন্ত আলোচিত ছিল। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি, পরবর্তীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পান।
没有找到评论


News Card Generator