close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

১০ জনের বিরুদ্ধে মামলা অভিযোগে ভাংচুর ও লুটপাটের

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোর মনিরামপুরে ১০ জনের বিরুদ্ধে মামলা অভিযোগে ভাংচুর ও লুটপাটের

যশোর মণিরামপুরে জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় কৃষক ওয়াসিম আকরাম ও তার ভাইদের বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ওয়াসিম আকরাম বাদি হয়ে ১০জনের নাম উল্লেখসহ বুধবার আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিএম কামরুজ্জামান।


এলাকাবাসী জানান, উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের মহির উদ্দিন বিশ্বাসের ছয় ছেলে ১৯৮৮ সালে প্রতিবেশী মাকসুদুল আলমের কাছ থেকে সাত শতক জমি কিনে (রেজিষ্ট্রি) বাড়ি নির্মানের পর পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কিন্তুঅভিযোগ রয়েছে প্রতিবেশী মৃত আইয়ুব আলী ফকিরের ওয়ারেশগন ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা (এলএসটি) করেন। এক পর্যায়ে আদালত তাদের পক্ষে একতরফা রায় দেন। এদিকে ওই রায়ের বিরুদ্ধে মহির উদ্দিন বিশ্বাসের ছেলে ওয়াসিম আকরাম যশোর দেওয়ানি আদালতে আপিল করেন। ওই আপিল মামলার পরবর্তি শুনানি হওয়ার দিন ধার্য রয়েছে ২৬ আগষ্ট। কিন্তু অভিযোগ রয়েছে একই এলাকার প্রতিপক্ষ কালাম ফকির, সালাম ফকির, আসলাম ফকির, আনোয়ার ফকিরের নেতৃত্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গত রোববার সকাল সাতটার দিকে লাঠিসোটা, রামদা, রড নিয়ে ওয়াসিম আকরাম এবং তার ভাইদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ লুটপাট করে। ওয়াসিম আকরাম অভিযোগ করেন এসময় বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকেসহ তার ভাইদেরও মারপিট করে। তবে কালাম ফকির জানান, এলএসটি মামলার রায় পেয়ে তাদেরজমি দখল মুক্ত করা হয়েছে।এ ঘটনায় উপায়ন্ত না পেয়ে ওয়াসিম আকরাম বাদি হয়ে বুধবার যশোর জুডিসিয়ালম্যাজিষ্ট্রেট আদালতে কালাম ফকির সহ ১০জনের নাম উল্লেখসহ মামলা করেন।

বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম কিবরিয়া তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আদালতের মামলার নির্দেশে বিষয়টি তদন্ত করে যথা সময়ে প্রতিবেদনদাখিল করা হবে।

没有找到评论


News Card Generator