About Us
Md Mehedi Sheikh - (Chattogram)
প্রকাশ ১৯/০৭/২০২১ ০৩:২৬এ এম

সুন্দরবনের বন্য শুকর লোকালয়ে উদ্ধার

সুন্দরবনের বন্য শুকর লোকালয়ে উদ্ধার Ad Banner
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনি সাইলো সংলগ্ন এলাকা থেকে সুন্দরবন থেকে লোকালয়ে আসা বন্য শুকর উদ্ধার করেন পুর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ। ১৮ জুলাই রবিবার সকাল ৯টার দিকে সাইলো সংলগ্ন এলাকায় বন্যশুকর টিকে এলাকাবাসী দেখতে পেলে বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান সহ কয়েকজন বনরক্ষী বন্যশুকরটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে আসে। বন্যশুকুরটি আহত এবং শারিরীক অবস্থা অবনতির হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শুকরটি স্বাভাবিক হলে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয় সকাল সাড়ে ১১ টার দিকে।

বন্যশুকর উদ্ধার কাজে চাঁদপাই স্টেশন থেকে চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, বনরক্ষী মিজানুর রহমান, বনরক্ষী আবু মুছা খাঁন সহ আরো অনেকে সহায়তা করেছে।
এদিকে বন বিভাগ প্রতিনিধি মিজান রহমান বলেন, সুন্দরবন থেকে লোকালয়ে আসা বন্যশুকর উদ্ধার করে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এছাড়া আমাদের লোকালয় থেকে বন্যপ্রাণী উদ্ধার কাজ ও বনের সম্পদ রক্ষায় বন রক্ষীরা সব সময় নিয়োজিত আছে এবং ভবিষ্যতে থাকবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ