About Us
Md. Akhter Ali - (Chuadanga)
প্রকাশ ২০/০৬/২০২১ ১১:৪১পি এম

অবৈধপথে ভারতে যাওয়ার সময় আটজন আটক

অবৈধপথে ভারতে যাওয়ার সময় আটজন আটক Ad Banner

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এক শিশুসহ আট জনকে আটক করেছে বিজিবি। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদের আটক করে। রাত সোয়া ১০টায় ৫৮ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

আটকরা হলেন, খুলনার বটিয়াঘাটা থানার নারায়ণপুর গ্রামের লিয়াকত খানের ছেলে আজিজুর খান (১৯), হাতিরাবাদ গ্রামের ইছাহক আলী শেখের ছেলে সলেমান শেখ (৩১), ফুলবাড়ি গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে গাউস শেখ (৩৫), তার স্ত্রী মোছা. সাবিনা (৩০) ও ছেলে সাব্বির হোসেন শেখ (৮), নড়াইল জেলার কালিয়া থানার বাবুপুর গ্রামের মিকাইল শিকদারের ছেলে শাহীন শেখ (১৯), হাড়িভাঙ্গা গ্রামের তারা মিয়ার ছেলে মো. মুন্না (২২) এবং রাজবাড়ী জেলার কালুখালী থানার হরিণবাড়িয়া গ্রামের শহীদ শেখের মেয়ে অজিফা খাতুন (২২)।

রবিবার রাতে ঝিনাইদহ জেলার মহেশপুরের ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষে সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকালে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গা জেলার জীবননগর বিওপির সদস্যারা জীবননগর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে করিমপুর বাজারে অভিযান চালিয়ে ওই আট বাংলাদেশীকে আটক করে। আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ