About Us
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
sachchida nanda dey
প্রকাশ ১৯/০৬/২০২১ ০৯:০৯পি এম

বৈউলার কালের স্বাক্ষী দু’শতাধিক বছর বয়সের বটবৃক্ষ উপড়ে গেল

বৈউলার কালের স্বাক্ষী দু’শতাধিক বছর  বয়সের বটবৃক্ষ উপড়ে গেল Ad Banner

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে কালের স্বাক্ষী হয়ে বেঁচে থাকা বৃহতাকৃত্রির বটবৃক্ষ উপড়ে পড়েছে। শনিবার (১৯ জুন) সকাল ১০ টার দিকে বৃক্ষটি সড়কের উপর উপড়ে পড়লে সড়কটি বন্ধ হয়ে যায়।

বুধহাটা ইউনিয়নের পরিচিত বসাক পরিবারের পুরনো অট্টালিকার কাছাকাছি বুধহাটা টু শোভনালী সড়কে শ্বেতপুর বেউলার সীমানায় অবস্থিত বটবৃক্ষটি এতটা বড় ছিল যে, এলাকার অসংখ্য মানুষ বটবৃক্ষের ছায়ায় আশ্রয় নিয়ে শান্তিতে বিশ্রাম নিত। বৃক্ষটির বয়স কত তা সঠকি করে কেউ বলতে না পারলেও ২০০ বছরের অধিক, এমনকি ৩/৪ শত বছর বয়স হতে পারে প্রবীনদের ধারনা। একটানা বৃষ্টিপাত ও হালকা হাওয়ায় বয়সের ভারে ন্যুব্জ বটবৃক্ষটি উপড়ে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে উপস্থিত হয় এবং পরিদর্শন শেষে তারা ফিরে যায়।

এব্যাপারে আশাশুনি ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা জানান, আমাদের ইকুমেন্ট নাই। এজন্য আমরা সেখানে যায়নি। সাতক্ষীরা ফায়ার সার্ভিস অফিস থেকে সেখানে যেতে পারে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন বলেন, তিনি অসুস্থ। ফায়ার সার্ভিস না সরাতে পারলে বিষয়টি ডিসি মহোদয়কে অবহিত করা হবে।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ