About Us
মঙ্গলবার, ২২ জুন ২০২১
Md. Rajibul Islam - (Gazipur)
প্রকাশ ১০/০৬/২০২১ ০৮:১৯পি এম

নীরব রাতের নীরব প্রহর

নীরব রাতের নীরব প্রহর Ad Banner


নীরব রাতের নীরব প্রহর 

–রাজীবুল ইসলাম 


অশান্ত এই ধরার বুকে রাত্রি নামুক নিস্তব্ধতায়, 

সকল মানুষ নিজ্কে খুঁজুক রাতের অদ্ভুত মুগ্ধতায়। 

রাতের সাথেও বন্ধুত্ব হোক রাতকে চিনুক সকল লোকে, 

রাত্রি হলেই সবাই জাগুক জোছনা আলোয় ঘুমহীন চোখে। 

নীরব রাতের আলো ছায়ায় কেউ খুঁজে পায় সুখানুভূতি, 

কেউ ডুবে যায় রাতের মায়ায় কেউ ঘেটে যায় অতীত স্মৃতি। 

কেউ বা মনের দ্বার খুলে দেয় জাগ্রত রয় মনের শহর, 

ভাবনাগুলোয় রঙ মেখে দেয় নীরব রাতের নীরব প্রহর। 

কেউ জেগে রয় একলা একা, অতীত স্মৃতির পসরা মেলে, 

মনের ক্ষতে হাত রেখে কেউ ভীষণ ব্যথায় অশ্রু ফেলে। 

কেউ লিখে যায় মনের কথা গল্প কি বা কাব্য ভাষায়, 

কারোর হৃদে আগুন জ্বলে মন বেদনা ভীষণ কাঁদায়। 

কারোর কাটে ব্যস্ত সময় ফোনালাপে কথন চলে, 

কেউ জেগে রয় অপেক্ষাতে, হয়তো বা কেউ আসবে বলে। 

কেউ জেগে রয় অভাব পীড়ায়, চিন্তা মাথায় দহন বুকে, 

কেউ কি পারে বলতে খবর, বুকের জ্বালার গন্ধ শুঁকে? 

কেউ বা জাগে প্রিয়তম আসবে বলে খাবার বেড়ে,

এইতো বোধহয় বললো হঠাৎ, ‘প্রিয়তমা..’ কড়া নেড়ে৷ 

রাত্রি যখন গাঢ় হবে, শেষ ঘরেও  নিভবে আলো।  

চলতে থাকুক রাত্রি বেলার আবছা আলোর গল্পগুলো।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

Md. Al-Amin Rana - (Dhaka)
প্রকাশ ২১/০৬/২০২১ ০১:১৫পি এম
Md. Suruj - (Gopalganj)
প্রকাশ ১৯/০৬/২০২১ ০৬:৪২পি এম
Md. Al-Amin Rana - (Dhaka)
প্রকাশ ১৯/০৬/২০২১ ০৭:৩৩পি এম