About Us
Nazrul
প্রকাশ ১০/০৬/২০২১ ০৩:২৩পি এম

গায়ক থেকে নায়ক হচ্ছেন সাদী

গায়ক থেকে নায়ক হচ্ছেন সাদী Ad Banner

হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ সাদী এবার আসবেন বড় পর্দায়। গায়ক থেকে নায়ক হতে যাচ্ছেন তরুণ এই কণ্ঠশিল্পী। বৃহস্পতিবার (১০ মে) প্রথমবারের মতো কণ্ঠশিল্পী কর্ণিয়ার সঙ্গে নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হলো তার। এই খবরের মাঝেই চলচ্চিত্রে অভিষেক হতে যাওয়ার খবর এল। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সাদী বলেন, মিউজিক ভিডিওতে অভিনয় করতে করতে অভিনয়ের প্রতি ভালোলাগা তৈরি হয়েছে আমার। আমার পরিচিতজনেরা এবং যারা আমার গান এবং অভিনয় পছন্দ করেন তারাও বারবার বলছিলেন যাতে আমি আরও বড় পরিসরে কাজ করি। আমার নিজেরও ইচ্ছে ছিল বড় পর্দায় কাজ করব।

এরপরে আমার এই সুযোগটি আসে। যদিও এর আগেও চলচ্চিত্রে কাজ করার অফার এসেছিল। তবে এর মধ্যে হীরন ভাইয়ের গল্পটি আমার ভালো লেগেছে। এটি একটি নিখাদ ভালোলাগার গল্প। অল্পবয়সী দু’জন মানুষের গল্প। আমি আশা করি, দর্শক যেভাবে আমার গান আর মিউজিক ভিডিও পছন্দ করেছেন, সেভাবে আমার নতুন এই যাত্রায়ও পাশে থাকবেন। সেইসঙ্গে আমার আর অনামিকার (ছবির নায়িকা) জুটিও দর্শক পছন্দ করবেন। ছবিটির প্রযোজক জানিয়েছেন, ২০ জুন রাজধানীর আশেপাশের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। সব কাজ শেষে করোনা পরিস্থিতি সাপেক্ষে চলতি বছরেই ছবিটি সিনেমা হলে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ