About Us
মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Sojib Hossain Hasan - (Tangail)
প্রকাশ ০৬/০৬/২০২১ ১১:১৭পি এম

টাঙ্গাইলের ধনবাড়িতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ধনবাড়িতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু Ad Banner

টাঙ্গাইলের ধনবাড়ীতে পানিতে ডুবে মরিয়ম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ৬ জুন রবিবার সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ঘাগড়া পশ্চিম পাড়া (বন্দহাওড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর পিতার নাম আমিনুল ইসলাম। তিনি ঢাকার একটি কোম্পানীতে চাকুরী করেন।  

এলাকাবাসী সুত্রে জানা যায় শিশুটির বাবা-মা চাকুরী সূত্রে ঢাকায় থাকেন। চাকুরীর কারনে শিশুটিকে তার দাদার বাড়িতে রেখে যায়। ঘটনার দিন শিশু মরিয়ম বাড়ির পাশে একটি পুকুর ঘাটে খেলাধুলা করছিলো। এসময় মরিয়ম পুকুরে পড়ে যায়। পরে পাশের বাড়ির আরেকটি শিশু মরিয়ম পানিতে পড়ে যাওয়ার বিষয়টি মরিয়মের দাদাকে  জানালে বাড়ীর লোকজন গিয়ে শিশু মরিয়মের লাশ পুকুরে ভেসে থাকতে দেখে। তাদের ককান্নাকাটির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্হলে গিয়ে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে। ততক্ষনে শিশুটি মারা যায়।  

স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুল্লাহ বলেন, বিষয়টি এলাকাবাসী আমাকে জানিয়েছন। এভাবে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুর খুবই বেদনা দায়ক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ