About Us
MD Anik Dewan - (Chapainawabganj)
প্রকাশ ০৬/০৬/২০২১ ১১:৪৪পি এম

চাঁপাইনবাবগঞ্জে ডিবির হাতেনাতে হেরোইনসহ ২জন আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিবির হাতেনাতে হেরোইনসহ ২জন আটক Ad Banner

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫০ গ্রাম হেরোইনসহ তরিকুল ও নুরুল নামে ২ জনকে আটক করা হয়েছে।  আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছয় রশিয়া পশ্চিম পাড়ার মোসা. আসমা বেগম ও সেত্তাজ আলীর তরিকুল ইসলাম (৩৭) ও আলাতুলি ইউনিয়নের রানীনগর বালুগ্রাম মৃত মোসা. ফুরকুন বেগম ও মোশারফ আলীর ছেলে নুরুল ইসলাম (৪০)। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স সার্কিট হাউজ মোড় থেকে ৩৫০ গ্রাম হেরোইনসহ ২ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় ডিবি। হেরোইন গুলো আমের ক্যারটের ভেতর বিশেষ কায়দায় হেরোইন গুলো নিয়ে যাওয়া হচ্ছিল।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার হেরোইনসহ ২ জন আটকের বিষয় টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ