About Us
শুক্রবার, ১৮ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Masrukur Masuk - (Khulna)
প্রকাশ ০৬/০৬/২০২১ ০৫:৩৩পি এম

ঠান্ডা আসছে ১০ই জুন

ঠান্ডা আসছে ১০ই জুন Ad Banner

আগামি ১০ই জুন মুক্তি পেতে যাচ্ছে এখনকার সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ঠান্ডা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এটির পোষ্টার। প্রকাশের পর ঠান্ড নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা।

আধুনিক জীবনধারার  ব্যাচেলর জীবনের হাসি আনন্দ ফুটে উঠেছে "ঠান্ডা" ফ্রেমে। নাটকটিতে মুল চরিত্রে অভিনয় করেছে ব্যাচেলর টিম।অর্থাৎ চাষী আলম, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল  মিশু সাব্বির এবং সানজানা সরকার রিয়া।

ঠান্ডা প্রসঙ্গে অমি বলেন, এটা একটি বাড়ির গল্প। যে বাড়িতে একাক ফ্লাটে একাক রকমের মানুষ বসবাস করে।এটার সাথে ব্যাচেলর পয়েন্টের কোনো সিক্যুয়াল নেই। এমন কি ব্যাচেলর পয়েন্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। এছাড়া অমি আরো বলেন,ব্যাচেলর পয়েন্টে আমি যে পরিমান চেষ্টা করেছি তার থেকে বেশি চেষ্টা করেছি এই নাটকটিতে। তবে আমার সব নাটক দর্শকদের ভালো লাগবে এমন নয়, কিন্ত আমি আশা বাদি আমার এই নাটকটি দর্শকদের ভালো লাগবে। 

দক্ষিন এশিয়ার বৃহত্তম ওটিটি প্লাটফর্ম জি ফাইভ গ্লোবালে আসছে অমির "ঠান্ডা"। বিনামূল্যে ঠান্ডা উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ