About Us
শনিবার, ১৫ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Md Jahidul Islam Sumon
প্রকাশ ০৫/০৫/২০২১ ০১:২৯পি এম

৫০-এর বেশি বয়সিদের এ বার কোভিড টিকার তৃতীয় ডোজ দেবে ব্রিটেন

৫০-এর বেশি বয়সিদের এ বার কোভিড টিকার তৃতীয় ডোজ দেবে ব্রিটেন Ad Banner

৫০ বছরের বেশি বয়সিদের প্রত্যেককে করোনা টিকার তৃতীয় ডোজ দেবে ব্রিটেন। সম্প্রতি সে দেশের এক সংবাদমাধ্যমে এই কথা জানিয়েছেন, ইংল্যান্ডের প্রধান মেডিক্যাল অফিসার ক্রিস হিট্টি। এ বছর বড়দিনের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা একেবারে মুছে ফেলতে পঞ্চাশোর্ধ্বদের কোভিড টিকার তৃতীয় ডোজ দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন তিনি। বড়দিনের আগে করোনা রোখার লক্ষ্যে দু’টি উপায়ের কথা ভেবেছে ব্রিটেন। তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ক্রিস। করোনার নতুন যে সব প্রজাতি ছড়িয়ে পড়েছে বিশ্বে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে, সে রকম ভাবে টিকা তৈরির প্রস্তুতি চলছে। ফাইজার-বায়োএনটেক, অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না— প্রচলিত এই টিকাগুলিরই তৃতীয় ডোজ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার ব্রিটেন সরকারের দেওয়া তথ্য বলছে, সে দেশে এখনও অবধি ৩ কোটি ৪৬ লক্ষেরও বেশি লোককে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই দ্বিতীয় ডোজও পেয়েছেন। এর মধ্যেই ৫০-এর বেশি বয়সিদের জন্য তৃতীয় ডোজেরও চিন্তা চালাচ্ছে ব্রিটেন। ব্রিটেনের জনসংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লক্ষ। সে দেশে ইতিমধ্যেই ৮ ধরনের কোভিড টিকার ৫১ কোটি ডোজ নিয়ে কাজ চলছে। এর মধ্যে কয়েকটি টিকার শেষ পর্যায়ের কাজ চলছে।

তথ্য সূত্র নিউজডেস্ক সারাবিশ্ব


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ