About Us
Abdur Rahman - (Moulvibazar)
প্রকাশ ০৫/০৫/২০২১ ০৯:১১এ এম

বিদায়ের সময় কি করবেন জেনে নিন!

বিদায়ের সময় কি করবেন জেনে নিন! Ad Banner


আমাদের দেশে অনেককেই দেখা যায় তারা বিদায়ের সময়

বা চলে যাওয়ার সময় খোদা হাফেজ বা আল্লাহ হাফেজ বলে থাকেন। বিদায়ের সময়

এটা বলা কি ঠিক?

বিদায়ের সময়ের সুন্নত আমল কী?

------------------------------

------------------------

-সাক্ষাতের সময় যেমন সালাম দেয়া সুন্নত, তেমনি বিদায়ের

সময়েও সালাম দিয়ে বিদায় নেওয়া সুন্নত। এ সম্পর্কে একাধিক হাদীস আছে। যেমন

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ইরশাদ করেন- ''যখন তোমাদের কেউ কোন মজলিসে পৌঁছবে, তখন সালাম দিবে।

যদি

অনুমতি পাওয়া যায়, তবে বসে পড়বে। এরপর যখন মজলিস ত্যাগ করবে তখনও

সালাম দিবে। কারণ প্রথম সালাম দ্বিতীয় সালাম অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ নয়।

অর্থাৎ উভয়টির গুরুত্ব সমান।”'' -জামে তিরমিযী ২/১০০।

সুতরাং বিদায়ের সময়ও ইসলামের আদর্শ এবং সুন্নত হল সালাম দেয়া। তাই

সালামের স্থলে বা এর বিকল্প হিসাবে 'খোদা হাফেজ

বা আল্লাহ হাফেজ' বা এ জাতীয় কোন কিছু বলা যাবে না।

অবশ্য সালামের আগে পৃথক ভাবে দু' আ হিসাবে আল্লাহ হাফেজ'

বলা দোষের কিছু নয়। খোদা হাফেজ বলবে না। কারন খোদা আল্লাহর নাম নয় আর

এর অর্থ আল্লাহর শা' ন ও মরজাদা এর সাথে যায় না। খোদা ফারসি শব্দ যার অর্থ

হলো যে এসেছে।

আরও দেখা যেতে পারে শু' আবুল ঈমান ৬/৪৪৮; সুনানে আবু দাউদ ১৩/৭০৭।

আমিন।।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

KAZ
প্রকাশ ০৯/০৫/২০২১ ১১:৫৪পি এম