About Us
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৩/০৫/২০২১ ০৩:২৮এ এম

গভীর রাতে সেহরি বিতরণ অব্যাহত রেখেছেন ইউএনও

গভীর রাতে সেহরি বিতরণ অব্যাহত রেখেছেন ইউএনও Ad Banner

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিন গভীর রাতে হত-দরিদ্র মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ই(উএনও) শুক্লা সরকার এবং সহকারী কমিশনার (ভুমি) আসমা সুলতানা নাসরিন। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গভীর রাতে ইউএনও শুক্লা সরকারের নেতৃত্বে উপজেলার লাঙ্গলবন্দ,নবীগঞ্জ, ইস্পাহানী একরামপুর ও মদনপুর চৌরাস্তায় ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় এসি ল্যান্ড আসমা সুলতানা নাসরিন সঙ্গে ছিলেন।   

জানা গেছে, চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে নিম্নবিত্ত ও হত-দরিদ্ররা। শুরু থেকেইকরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমতো সহায়তার চেষ্টা করে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

সবাইকে মাস্ক ব্যাবহার ও সচেতন থাকার অনুরোধ জানিয়ে শুক্লা সরকার বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ