About Us
শুক্রবার, ০৭ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Asif Billah - (Jamalpur)
প্রকাশ ০১/০৫/২০২১ ১১:২০পি এম

যুবদলের হাতে আক্রমণের শিকার ছাত্রদল

যুবদলের হাতে আক্রমণের শিকার ছাত্রদল Ad Banner

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহাদী হাসান টুটুল ভাইয়ের উপর স্থানীয় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জনাব নান্টু মেম্বার গতকাল ইফতারের পর টুটুল ভাইয়ের উপর অতর্কিত হামলা করেন তার গুন্ডা বাহিনী নিয়ে।জামালপুর ৩ আসনের বি এন পির এক জঘন্য নেতা জনাব মোস্তাফিজুর রহমান বাবুল সাহেবের নেতৃত্বে এই আক্রমণ ঘটানো হয়।

বিভিন্ন তথ্য সুত্রে জানা গেছে যে- মোস্তাফিজুর রহমান বাবুল সাহেবের চামচামি আর গোলামি না করার জন্য ছাত্র দলের উপর যুবদল দিয়ে হামলা করিয়ে একটি জঘন্য ও ঘৃণিত কাজ করেছে।


তাহলে এখন স্পষ্ট ভাবে প্রমাণিত যে বি এন পি বা যুবদল,বা ছাত্রদলের উপর এতদিন যে হামলা হয়েছে তা বিরোধীদলের পক্ষ থেকে হয়নি হয়েছে মোস্তাফিজুর রহমান বাবুলের মতো কিছু বেজন্মা নেতাদের উশকানি ও আদেশে।এসব নেতাদের যদি এখনি দল থেকে বহিষ্কার করে বের করে না দেওয়া হয় তাহলে আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার দল বি এন পি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ