About Us
শুক্রবার, ০৭ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আজিজুল ইসলাম - (Mymensingh)
প্রকাশ ০১/০৫/২০২১ ১১:১৫পি এম

আজ ময়মনসিংহ জেলার ২৩৪ তম জন্মদিন

আজ ময়মনসিংহ জেলার ২৩৪ তম জন্মদিন Ad Banner

আজ ময়মনসিংহ জেলার ২৩৪ তম জন্মদিবস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায়, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে স্থানীয় বিদ্রোহ দমনের জন্য এই জেলা তৎকালীন জমিদারদের পৃষ্ঠপোষকতায় গঠন করা হয়।১৭৮৭ সালের ১ মে তারিখে ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠিত হয়।

শুরুতে এখনকার বেগুনবাড়ির কোম্পানিকুঠিতে জেলার কাজ শুরু হয় তবে পরবর্তী সময়ে সেহড়া মৌজায় ১৭৯১ সালে তা স্থানান্তরিত হয়।

আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান একে একে সিলেট, ঢাকা, রংপুর ও পাবনা জেলার অংশ হয়ে পড়ে। ১৮৪৫ সালে জামালপুর, ১৮৬০ সালে কিশোরগঞ্জ, ১৮৬৯ সালে টাঙ্গাইল ও ১৮৮২ সালে নেত্রকোনা মহকুমা গঠন করা হয়।

পরবর্তীতে সবকটি মহকুমা জেলায় উন্নীত হয়। ময়মনসিংহ শহর হয় ১৮১১ সালে। শহরের জন্য জায়গা দেন মুক্তাগাছার জমিদার রঘুনন্দন আচার্য। ১৮৮৪ সালে রাস্তায় প্রথম কেরোসিনের বাতি জ্বালানো হয়। ১৮৮৬ সালে ঢাকা‌-ময়মনসিংহ রেলপথ ও ১৮৮৭ সালে জেলা বোর্ড গঠন করা হয়। কালের পরিক্রমায় ময়মনসিংহ এখন বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশনের মর্যাদায় আসীন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ