About Us
শুক্রবার, ০৭ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
মোঃ রাসেল শাহনুর মৌলভীবাজার ঃ - (Moulvibazar)
প্রকাশ ৩০/০৪/২০২১ ০৭:৪২পি এম

আকবরপুর উওরপাড়া জামে মসজিদের রাস্তার বেহাল দশা

আকবরপুর উওরপাড়া জামে মসজিদের রাস্তার বেহাল দশা Ad Banner

মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আকবরপুর মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে একটা অবহেলিত গ্রামের নাম।   এই গ্রামের উওর পাড়া জামে মসজিদের  রাস্তাটার বেহাল অবস্থা।

বর্ষা মৌসুমে সকল পড়ুয়া ছেলে মেয়েদের আসা যাওয়া, অনেক কষ্টকর হয়ে পড়ে ও মসজিদে মুসল্লিরা আসা যাওয়া খুবই কষ্টকর। 

বর্ষা মৌসুমে কেউ অসুস্থ হলে। বাড়ি থেকে কাঁদে করে ৩/৪০০ ফুট জায়গা নিয়ে গাড়িতে উটাতে হয়।  বর্তমান ইটসলিং হতে আকবরপুর উওরপাড়া জামে মসজিদ পযর্ন্ত ৪/৫০০ ফুট জায়গা ইটসলিং হলে এই গ্রামের মুসল্লিগন ও সকল পড়ুয়া ছেলেমেয়েরা,অসুস্থ রোগীরা কাঁদা থেকে মুক্তি পাবে। এমতাবস্থায় এই রাস্তাটি দেখার মতো কেউ নেই।  অতীতের কোন চেয়ারম্যান মেম্বারগনও কোন গুরুত্ব দেন নাই।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ