About Us
শুক্রবার, ১৪ মে ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Mominul Islam Babu - (Kurigram)
প্রকাশ ২২/০৪/২০২১ ০৭:১৮পি এম

কুড়িগ্রামে মদ ও গাঁজার গাছসহ, আটক ৩

কুড়িগ্রামে মদ ও গাঁজার গাছসহ, আটক ৩ Ad Banner

কুড়িগ্রামের উলিপুরে ৪ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ ফয়জার রহমান(৫০) এবং রাজিবপুরে ৩৩ বোতল অফিসার চয়েস প্রেস্টিজ হুইস্কি মদসহ হাবিবুর রহমান ও সুমন মিয়া(১৯) নামের দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলে পাঠিয়েছে পুলিশ। 

জানা গেছে, গত বুধবার (২১ এপ্রিল ) রাতে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের মহিদেব পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ নিজ বাড়ী থেকে ফয়জার রহমান(৫০) কে আটক করে পুলিশ। 

অপরদিকে রাজিবপুর থানাধীন জাউনিয়ার চর পূর্ব জালছিরা পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই গোলক চন্দ্র বর্মন এএসআই নুর সাদেক সহ সংগীয় ফোর্স বুধবার  গভীর রাতে ৩৩বোতল অফিসার চয়েস প্রেস্টিজ হুইস্কি মদসহ হাবিবুর রহমান ও সুমন মিয়া(১৯) নামের দু'জনকে আটক করে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ