About Us
ANIS MIA - (Mymensingh)
প্রকাশ ০৮/০৪/২০২১ ০৬:০২পি এম

ময়মনসিংহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে কৃষকের মৃত্যু Ad Banner

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নুর ইসলাম (৫০) নামে এক কৃষকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত কৃষকের নাম  নুর ইসলাম (৫০)। 

সে পৌর শহরের আকনপাড়া গ্রামের মৃত হাজারী শেখ এর পুত্র। 

আজ সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন হালুয়াঘাট পৌর কাউন্সিলর ফারুক মল্লিক। তিনি জানান, নিহত নুর ইসলাম তার ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত ঘটে। এ সময় গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা নুর ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘বজ্রপাতে নিহতের বিষয়টি আমার জানা নেই। আমাকে কেউ এ বিষয়ে জানায়নি।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ