About Us
prodip kumar goshwami - (Rangpur)
প্রকাশ ০৮/০৪/২০২১ ০১:০৩পি এম

মিঠাপুকুরে শিলাবৃষ্টি

মিঠাপুকুরে শিলাবৃষ্টি Ad Banner

 রংপুরের মিঠাপুকুরে গত বুধবার রাতে শিলাবৃষ্টি হয়েছে। রাত ১১.৪৫ থেকে ১২ টা পর্যন্ত ১৫ মিনি স্থায়ী শিলাপাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা সদর ইউনিয়নে এই শিলাপাত বেশি হয়েছে। শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, সবজি ও আমের ক্ষতি বেশি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, শিলাবৃষ্টি উপজেলার সব ইউনিয়নে হয়নি। দূর্গাপুর ইউনিয়নে বেশি হয়েছে। তবুও আমরা ক্ষয়ক্ষতির খোঁজ খবর নিচ্ছি। ঝরনা নামে একজন গৃহিণী জানান তিনি তার জীবনে এর আগে এমন শিলাবৃষ্টি দেখেননি। শিলাগুলো আকৃতিও বড়ই ছিল। অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। আমচাষী আব্দুস সালাম বলেন অনেক আমের গুটি ঝরে পড়েছে। শিলার আঘাত প্রাপ্ত আমের গুটিগুলো এমনিতেই পড়ে যাবে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ