নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৭ ঘন্টা পর শিশু সাবিনা আক্তার
বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৭ ঘন্টা পর শিশু সাবিনা আক্তার (৭)মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট মোরেল গঞ্জের পানগুছি নদীতে ভাষমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। নিহত সাবিনা আক্তার মোরেলগঞ্জ শহরের পুরানো থানা ঘাট এলাকার শাহজালাল শেখের মেয়ে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার ফায়ার সার্ভিসের সহযোগী তায় নিখোঁজের একদিন পর সাবিনা আক্তার (৭)মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আজ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জের ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, সাবিনা আক্তার (৭)মরদেহ মঙ্গলবার বেলা ৬টার দিকে মোরেলগঞ্জের পানগুছি নদীতে ভাষমান অবস্থায় উদ্ধার হয়েছে।