About Us
Rakib Monasib
প্রকাশ ০৪/০৪/২০২১ ০১:২১পি এম

মাওবাদী হামলায় পাঁচ নিরাপত্তারক্ষী নিহত

মাওবাদী হামলায় পাঁচ নিরাপত্তারক্ষী নিহত Ad Banner

ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। পাল্টা গুলিতে কয়েকজন মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কতজন মারা গেছে তা এখনও স্পষ্ট নয়।

ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থী জানিয়েছেন, গতকাল শনিবার বিজাপুরের তারেম এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে যৌথবাহিনী। এতে তাদের সঙ্গে গোলাগুলি শুরু হয়।  ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, সিআরপিএফের কোবরা বাহিনী এবং রিজার্ভ পুলিশ গার্ড ও স্পেশ্যাল টাস্কফোর্স এ অভিযান চালায়।  এনকাউন্টারে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবাহিনীর দুটি এমআই ১৭ হেলিকপ্টার ও ৯টি অ্যাম্বুলেন্স।     

দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে পাঁচজন রিজার্ভ গার্ডের কর্মী নিহত হন। তার পর ফের ভয়াবহ এনকাউন্টারে নিহত হলেন পাঁচ নিরাপত্তারক্ষী।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ