শিবগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ বিতরন
বগুড়ার শিবগঞ্জ
উপজেলার মহব্বত
নন্দীপুর বুদ্ধি
প্রতিবন্ধী ও
অটিষ্টিক বিদ্যালয়ে
জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের
জন্মশতবর্ষ উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ বিতরন করা
হয়েছে।
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ
জিহাদ হোসেন সরদার। দিবসটি
উপলক্ষে আজ
শনিবার (০৩ এপ্রিল )
সকাল সাড়ে ১০ টায়
বিদ্যালয় প্রাঙ্গণে ওই
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১২০ জন শিক্ষার্থীদের মধ্যে
মাস্ক, সাবান এবং বগুড়া জেলা প্রশাসক প্রদত্ব সরকারী অর্থায়নে সকল শিক্ষার্থীকে
একটি করে কম্বল বিতরন করা হয়। উপকরণ গুলো বিতরন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব
মোর্সেদ হিরার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন
করে বিদ্যালয কর্তৃপক্ষ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের
দ্বাতা সদস্য তহমিনা বেগম, সহকারী
শিক্ষক মুনজুর মোওলা, ওবাইদুর রহমান, নুরুল
ইসলাম, আবুল কালাম আজাদ, মাছুম, বাবু,
মনিরা, রেশমা, মিনা, রাজ্জাক,
শাহিন, রব্বানী, সোহানা প্রমুখ। এসময় এলাকার কয়েক’শ নারী, পুরুষ
ও শিশুরা উপস্থিত ছিলেন।