করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান (৪৬) মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
সহকর্মী ও সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম বুলবুল আজ শুক্রবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ২৯ মার্চ করোনা রিপোর্ট পজিটিভ আসার পর আতাউর রহমানকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসজনিত সমস্যার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে শাহাবুদ্দিন মেডিক্যালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।'