About Us
Md. Akramul Islam - (Rangpur)
প্রকাশ ০১/০৪/২০২১ ০৯:৩৮পি এম

পীরগাছায় ছোলা খাওয়ার সময় শ্বাসনালিতে আটকে এক শিশুর মৃত্যু

পীরগাছায় ছোলা খাওয়ার সময় শ্বাসনালিতে আটকে এক শিশুর মৃত্যু Ad Banner
রংপুরের পীরগাছায় ছোলা খাওয়ার সময় শ্বাসনালিতে আটকে আহসান হাবীব (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব ওই গ্রামের আখেরুজ্জামানের ছেলে।জানা যায়, বৃহস্পতিবার বিকালে শিশুটির মা গ্রামের এক ফেরি দোকানির কাছে ছোলা কিনে খাচ্ছিলেন। এ সময় শিশুটিও কয়েকটি ছোলা খাওয়ার সময় তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ারর পথে আহসান হাবিবের মৃত্যু হয়।

শ্বাসনালিতে ছোলা আটকে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাফেজ মজিবর রহমান।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ