নষ্ট হলো দেড় কোটি ডোজ করোনার টিকা
মানবসৃষ্ট ভুলের কারনে নষ্ট হল জনসন এন্ড জনসনের দেড় কোটি ডোজ করোনা ভ্যাকসিন।
বুধবার খবরটি প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। সেখানে বাল্টিমোর ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ার এজেন্ট বায়ো সলিউশন জানিয়েছে উপাদান মেশানোর সময় ভুলটি করেছেন কর্মকর্তারা। বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের একটি দলকে পাঠানো হয়েছে। অবশ্য বন্টণ হয়ে যাওয়া জনসন এন্ড জনসনের ডোজে কোন সমস্যা নেই। সেটাও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
নিউইয়র্ক টাইমসের দাবি তাতে আগামী কয়েক মাসে অন্তত কোটি ডোজ করোনা ভ্যাকসিনের সংকটে পরবে যুক্তরাষ্ট্র।