টাইগার নয়, বলিউডের ‘র্যাম্বো’ হবেন প্রভাস
কয়েক বছর থেকেই গুঞ্জন চলছে বলিউডে নির্মিত হবে হলিউডের বহুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমা ‘র্যাম্বো’। তার ভিড়ে গত বছর ঘোষণাও আসে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় যশরাজ ফিল্মসের ব্যানারে সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন টাইগার শ্রফ। তবে জনপ্রিয় এ নায়কের শিডিউল জটিলতায় আটকে গেছে সিনেমাটির প্রস্তুতি কাজ। তাই টাইগারের বদলে সিনেমাটিতে দক্ষিণের ‘বাহুবলী’খ্যাত প্রভাসকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ‘র্যাম্বো’ চরিত্রে প্রভাসের অভিনয় করার সম্ভাবনা বেশ জোরালো বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।
সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, এ সিনেমার সংশ্লিষ্ট কিছু সূত্র বলছে চলতি বছর নতুন কয়েকটি সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন টাইগার। ‘ওয়ার টু’সহ ‘গণপথ ওয়ান ও টু’, ‘হিরোপান্তি টু’, ‘বাঘি ফোর’ সে তালিকায় আছে। তাই তার পক্ষে আগামী বছরেও শিডিউল মেলানো সম্ভব না। আর এতদিন অপেক্ষাও করতে চাইছেন না প্রযোজক আদিত্য চোপড়া। তাই তিনি ‘র্যাম্বো’ সিনেমার জন্য প্রভাসকেই চাইছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দও তাতে রাজি। ইতিমধ্যে নাকি টাইগারের বদলি হিসেবে কথাও বলা হয়ে গেছে প্রভাসের সঙ্গে।
সিনেমাটির গল্প এবং সকল কিছুই বেশ পছন্দ করেছেন ‘বাহুবলী’।